২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছর ছিল ৭৭ দশমিক ৭৮। সেই হিসাবে এবার পাশের হার কমেছে ১৮ দশমিক ৯৫। এবারের পরীক্ষার ফলাফলে দেশের ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে, যা গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন। ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ না করায় ওইসব শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী...