দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান স্থলবন্দর ভোমরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্মারক নম্বর ০৮.০০.০০০০.০২৭.২৮.০৪৩.১৯.৯৭, তারিখ ১৪ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী এই ঘোষণা জারি করা হয়।এর মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার এই গুরুত্বপূর্ণ বন্দরটি দেশের কাস্টমস প্রশাসনিক কাঠামোয় নতুন এক মর্যাদার স্থান লাভ করল। সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে, পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এই উদ্যোগকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেছে। সংগঠনের সভাপতি মো. আবু হাসান এবং সাধারণ সম্পাদক মো. আবু মুছা এক যৌথ বিবৃতিতে বলেন, “ভোমরাকে কাস্টমস হাউজ হিসেবে ঘোষণা করায় এই অঞ্চলের বাণিজ্য সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে। এটি সরকারের এক দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত, যা আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”তারা আরও...