প্রথম এভারেস্ট বিজয়ী দলের শেষ সদস্য কাঞ্চা শেরপা ৯২ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে কাঠমান্ডু জেলার কাপানে তার বাড়িতে কাঞ্চা মারা যান বলে জানিয়েছে নেপাল পর্বতারোহণ সমিতির সভাপতি ফুর গেলজে শেরপা। ফুর গেলজে বলেছেন, “তিনি তার বাসভবনে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। পর্বতারোহণের ইতিহাসের একটি অধ্যায় তার সাথেই বিলীন হয়ে গেলো।” ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং তার শেরপা গাইড তেনজিং নোরগেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু এভারেস্টের চূড়ায় ওঠা দলের ৩৫ সদস্যের মধ্যে কাঞ্চা ছিলেন। হিলারি এবং তেনজিংয়ের সাথে চূড়ায় পৌঁছানোর আগে এভারেস্টের শেষ ক্যাম্পে পৌঁছা তিনজন শেরপার একজন ছিলেন কাঞ্চা। তেনজিং ১৯৮৬ সালে মারা যান; হিলারি ২০০৮ সালে মারা যান। ১৯৩৩ সালে মাউন্ট এভারেস্টের প্রবেশদ্বার নামচে...