চীন তাদের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান বলেন, যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপকে ‘বিকৃতভাবে ব্যাখ্যা’ করছে এবং ইচ্ছাকৃতভাবে ‘অহেতুক ভুল বোঝাবুঝি ও আতঙ্ক তৈরি করছে।’ বিরল খনিজ রপ্তানির ওপর থেকে চীনের কড়াকড়ি তুলে নেওয়ার হোয়াইট হাউজের আহ্বানও চীন প্রত্যাখ্যান করেছে। ওদিকে, যুক্তরাষ্ট্র চীনের এই কড়াকড়ির পদক্ষেপের সমালোচনা করে চীনা পণ্যে নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপে হুমকি দিয়েছেন। চীনের খনিজ রপ্তানিতে কড়াকড়ি কার্যকর হওয়ার কথা আগামী ৮ নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা বলেছেন, চীন তাদের এই পদক্ষেপ বাদ দিয়ে ট্রাম্পের শুল্ক এড়াতে পারত। তবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকাও এর বিপক্ষে যুক্তি তুলে ধরেছে। অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান ওয়াশিংটনের সমালোচনার জবাবে...