বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও কথা হয়নি — বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। ট্রাম্পের দাবির বিরোধিতা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমি যতদূর জানি, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কাল কোনও কথোপকথন হয়নি।” এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে বুধবার তাঁর সঙ্গে মোদীর কথা হয়েছে এবং মোদী তাঁকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের পরই শুরু হয় জল্পনা। তবে বিকেলে সাংবাদিক বৈঠকে সেই দাবি নস্যাৎ করে দিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোদী ও ট্রাম্পের মধ্যে শেষবার ফোনালাপ হয়েছে ৯ অক্টোবর। সেই সময় গাজা শান্তিচুক্তির সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। পাশাপাশি, বাণিজ্যচুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতা আলোচনা করেন এবং ভবিষ্যতেও যোগাযোগ...