১৯ অক্টোবর, শুক্রবার, যখন রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে, তখন সবচেয়ে আলোচিত অনুপস্থিতির হুমকির নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে সইয়ের একদিন আগে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করা মানে কেবল আনুষ্ঠানিকতা পালন করা। আদেশের নিশ্চয়তা ছাড়া এই সনদ মূল্যহীন হবে।” যে ছাত্রনেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাঠে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের তৈরি দলের এই অবস্থান শুধু আনুষ্ঠানিক অনুপস্থিতি নয়, বরং এটি জুলাই সনদের আইনি ও নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। এনসিপির বক্তব্য শুধু তাদের অবস্থানেরই প্রকাশ নয়, বরং পুরো ঐকমত্য প্রক্রিয়ার নৈতিক স্বচ্ছতা নিয়েও সন্দেহ উত্থাপন করেছে। নাহিদ ইসলামের মতে, রাজনৈতিক দলগুলো শুধু আলোচনায় ঐকমত্যে পৌঁছালেই যথেষ্ট নয়; রাষ্ট্রীয় আদেশ বা আইনি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ঐকমত্যকে বৈধতা দিতে হবে। তাঁর অভিযোগ,...