এইচ এস সি পরিক্ষার ফলাফল বিপর্জয় জেলার বিভিন্ন কলেজে। জয়পুরহাট জেলার আক্কেলপুর মহিলা কলেজের শিক্ষক ৩৮ জন হলেও ৭৪ জনের মধ্যে পাস করেছেন ৮ পরিক্ষার্থী।বুধবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বিষয়টি জানা যায়। একই অবস্থা উপজেলার তিলকপুর ইউনিয়নের দুটি কলেজে—প্রকাশিত ফলাফলে দেখা যায়, নূরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজে ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে অকৃতকার্য হয়েছে ১৬৭ জন। কৃতকার্য ৪৮ জন। এই কলেজে শিক্ষক রয়েছেন ৩৭ জন। এদিকে তিলকপুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় বসেন ৩৮ জন শিক্ষার্থী, যার মধ্যে কৃতকার্য হয় ছয়জন এবং অকৃতকার্য হয় ৩২ জন শিক্ষার্থী। এই কলেজেও ২৭ জন শিক্ষক রয়েছেন। ফলাফলে এমন ভরাডুবিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে। প্রতিটি কলেজে এত শিক্ষক থাকার পরও কেন এত শিক্ষার্থী পরীক্ষায় ফেল করবে এমন প্রশ্ন...