রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে এ ভোট গণনা কার্যক্রম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সব কেন্দ্রের ব্যালট বাক্স। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা রাত ৮টার দিকে শুরু হয়।আরো পড়ুন:রাকসু নির্বাচন: ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশরাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ মিনারে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। শিক্ষার্থীরা অধির আগ্রহে অপেক্ষা করছেন স্ক্রিনের সামনে। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, “অত্যন্ত চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট কাস্ট হয়েছে ৬৯.৮৩...