ঢাকা:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ভোট গণনা শুরু হয়। এর আগে শিক্ষার্থী ও পর্যবেক্ষকদের সামনে ভোট গণনার মেশিন পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মন্নুজান হলের ভোট গণনার মধ্য দিয়ে শুরু হয় রাকসু নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনা শুরুর আগে মেশিনগুলো সবার সামনে পরীক্ষা করা হয়েছে। একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কয়েকজন প্রার্থী কিছু অভিযোগ করেছেন। তবে সেগুলো খুবই ছোট অভিযোগ। ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ১৭টি হল। প্রতিটি হলের ভোট গণনা করতে এক ঘণ্টা করে লাগলেও ১৭ ঘণ্টা লাগবে। তবে আমরা...