আগামী ৩১ অক্টোবরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকারকে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন। এমনটি জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘শুক্রবার সব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে। তবে কেউ চাইলে কমিশনের মেয়াদের মধ্যে পরবর্তী যেকোনো দিনেও স্বাক্ষর করতে পারবে। আশা করি সরকার সঠিক ও সুচারুরূপে এটি বাস্তবায়ন হবে।’ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কর্মসূচি উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘দীর্ঘদিনের প্রচেষ্টার একটি পর্যায়ে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে। এ নিয়ে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। আমাদের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। গত এক বছর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে...