প্রেম আর নিয়তির প্যাঁচে জড়িয়ে থাকা গল্পে ওটিটিতে আসছে ফিকশন ‘গ্যাড়াকল’। মিস্ট্রি-থ্রিলার ঘরানায় এই ফিকশনটি বৃহস্পতিবার থেকে দেখা যাবে চরকিতে। রাকায়েত রাব্বি নির্মাণে ‘গ্যাড়াকলের’ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার, সামিরা খান মাহি ও আবু হুরায়রা তানভীরকে। ফিকশন মুক্তি ঘিরে মঙ্গলবার প্রকাশ্যে আসে ট্রেইলার। যেখানে দেখা যায় ক্যাম্পাস, ভালোবাসা, ন্যায়–অন্যায় আর বিভ্রমে জড়ানো কিছু সম্পর্কের টানাপড়েন। শুরুতেই শোনা যায় সংলাপ ‘সত্য ততটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়।’ 'গ্যাড়াকলের' গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাককে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক বেড়াতে যায়। সেখানে রিমির পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর সঙ্গে। তারা একে-অপরের কাছে আসতে থাকে। ভেঙে পড়তে শুরু করে রিমি-অনিকের সম্পর্ক। অন্যদিকে মোশতাকেরও তার স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়। সম্পর্কগুলোর এই জটিলতায় এগিয়ে যাবে এই ফিকশনে। বিজ্ঞপ্তিতে নির্মাতা...