
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৪ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ কম।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল্লাহ এ তথ্য জানান।তিনি বলেন, “গত বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ২২ শতাংশ। এবারে তা নেমে এসেছে ৫১ দশমিক ৫৪ শতাংশে। তাছাড়া গত বছর যেখানে ৪ হাজার ৮২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার সে সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২ হাজার ৬৮৪ জনে।”চার জেলায় পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ফলাফলে ময়মনসিংহ জেলায়: ৫৫ দশমিক ৪৬ শতাংশ, শেরপুর জেলায়: ৪৮ দশমিক ৬৯ শতাংশ, জামালপুরে: ৪৭ দশমিক ৪১...