সর্বশেষ দল হিসেবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। এ নিয়ে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০টি দলই চূড়ান্ত হয়ে গেল। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান ৯ উইকেটে ১১৬ রান করে। রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত। এই জয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চল বাছাইয়ের সুপার সিক্সে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে আমিরাত। শীর্ষে থাকা নেপাল ও তিনে থাকা ওমানের পয়েন্টও ৬ করে। বাকি তিন দল কাতার, জাপান ও সামোয়ার ম্যাচ বাকি থাকলেও কারও পয়েন্ট ৪–এর বেশি হওয়া সম্ভব নয় বলে...