বাংলাদেশে চলছে ডিজিটাল ভূমি জরিপ (বিডিএস) একটি আধুনিক উদ্যোগ, যার মাধ্যমে সারা দেশের জমির রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে হালনাগাদ করা হচ্ছে। তবে ভূমি মালিকদের অসচেতনতা, নথিপত্রের ঘাটতি ও প্রস্তুতির অভাবে এই জরিপে ভুল রেকর্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকের নাম বাদ পড়ে অন্যের নামে রেকর্ড সম্পন্ন হচ্ছে, যা ভবিষ্যতে আইনি জটিলতা ও মালিকানা হারানোর ঝুঁকি তৈরি করছে। ভূমি দফতরের কর্মকর্তারা বলছেন, জরিপের সময় সামান্য অসতর্কতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। একবার ভুল রেকর্ড হলে তা সংশোধনে সময়, অর্থ ও প্রচুর ভোগান্তি পোহাতে হয়। তাই জরিপ শুরুর আগেই সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বিডিএস জরিপে ভূমি মালিকদের জন্য রয়েছে চারটি অপরিহার্য করণীয় যেগুলো মানলে ভুলের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রথম করণীয়:জমির মালিকানার সব প্রমাণপত্র হাতে রাখুন। দলিল, নামজারীকৃত...