রাজনৈতিক দলগুলোর সঙ্গে আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। এ নিয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ও এর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে। সনদ চূড়ান্তের পর মঙ্গলবার রাতে তা পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে। আগামীকাল শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। তবে এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতপার্থক্যের কারণে শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সে কারণে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেছে। রাজনৈতিক দলগুলোর কাছে ঐকমত্য কমিশন যে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠিয়েছে, তাতে দেখা গেছে—৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে অনেক বিষয়ে বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে ভিন্নমত জানিয়েছে কয়েকটি রাজনৈতিক...