প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের (পিইউপিসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রাণবন্তু ও উৎসবমুখর পরিবেশে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় দেড়শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি প্রদর্শন করে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করেন।আডা লাভলেস (১৮১৫-১৮৫২) ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তিনি বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা এবং অসাধারণ গণিতজ্ঞ চার্লস ব্যাবেজের সহযোগী ছিলেন। ব্যাবেজের তৈরি ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’-এর জন্য তিনি প্রথম অ্যালগরিদম লিখেছিলেন—যা ইতিহাসের প্রথম প্রোগ্রাম হিসেবে ধরা হয়। তিনি আজ থেকে দুইশত বছর পূর্বেই তিনি বুঝেছিলেন, ভবিষ্যতে যন্ত্র কেবল গণনা নয়, সঙ্গীত, শিল্প ও চিন্তাও প্রক্রিয়াজাত করতে পারবে। তার স্মৃতির প্রতি সম্মানার্থে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় মঙ্গলবার আডা লাভলেস দিবস (Ada Lovelace Day) পালন করা হয় । এই দিনের...