জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‘ধর্মীয় স্বাধীনতা’ হরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষালয়টির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পাশাপাশি কালীপূজার অনুমতি এবং মন্দির প্রতিষ্ঠার দাবিতে তারা স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রফ্রন্টের নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং পূজা আয়োজন নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের শান্ত চত্বরে সমাবেশ করেন বিক্ষুব্ধরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে যান। সেখানে উপাচার্য দপ্তরে তারা স্মারকলিপি দেন। সমাবেশে বলা হয়, কালী পূজা উদযাপনের অনুমতি চেয়ে প্রক্টরের সঙ্গে কথা বলতে গেলে তিনি মৌখিক অনুমতি দেন। পরে আনুষ্ঠানিক অনুমতি চাইলে ‘নিরাপত্তার দোহাই’ দিয়ে সেই অনুমতি দেওয়া হয়নি। বক্তারা অভিযোগ করেন, আনুষ্ঠানিক অনুমতি চাওয়ার দিন প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘কালী...