শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে এখন বাংলাদেশি পর্যটকদের নিতে হবে আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ। তবে এই ইটিএ নেওয়ার নিয়মটি নতুন নয়। ২০১২ সাল থেকে এই সিস্টেম চালু রয়েছে। এতদিন পর্যটকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল ইটিএ) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন। চলতি বছরের ১৫ অক্টোবর শ্রীলঙ্কা সরকার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে পর্যটকরা আগে থেকেই ইটিএ অনুমোদন নিতে বাধ্য। ফলে ভ্রমণের সময় বিমানবন্দরে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ইটিএ নেওয়ার সুযোগ আর নেই। শ্রীলঙ্কা সরকার বলছে, এই নতুন নিয়মের উদ্দেশ্য হলো ভ্রমণ প্রক্রিয়া সহজতর করা। দীর্ঘ লাইন ও বিলম্ব এড়ানো এবং পর্যটকদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করা। ফলে নতুন এই নিয়ম বাংলাদেশি পর্যটকদের জন্য মোটেই কঠিন হচ্ছে না, উল্টো সহজ হচ্ছে। কারণ বিমানবন্দরে গিয়ে আপনাকে আবার লাইনে দাড়িয়ে থাকতে...