
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারামারি ও মাদকসহ নানা অভিযোগে ১৯ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বুধবার (১৫ অক্টোবর) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।আরো পড়ুন:সাত কলেজ নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি উদ্বেগজনক: শিক্ষা উপদেষ্টাকুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ছাত্রদল নেতা সাত কলেজ নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি উদ্বেগজনক: শিক্ষা উপদেষ্টা কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ছাত্রদল নেতা ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত অফিস আদেশে দেখা গেছে, অপরাধের মাত্রাভেদে শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার, সাময়িক বহিষ্কার, আর্থিক জরিমানা এবং অভিভাবকসহ মুচলেকা প্রদানসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, গত ২ মে উপাচার্যের বাসভবনের সামনে...