বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাংকিংয়ে সেরা নয়ে থাকতে হবে বাংলাদেশ দলকে। তার আগে বাংলাদেশ পাবে আটটি ওয়ানডে সিরিজে ২৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। আগামী ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে নান্দনিক পারফরম্যান্সে র্যাংকিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। বর্তমানে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে আট নম্বরে। বাংলাদেশ যদি এই সিরিজে ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮০। ক্যারিবিয়দের হবে ৭৬। বাংলাদেশকে নয় নম্বর জায়গা ছেড়ে তারা নেমে যাবে ১০-এ। সিরিজটি তাই রাখছে ভীষণ গুরুত্ব। বাংলাদেশ যদি উইন্ডিজ সিরিজে ২-১ ব্যবধানে জিতে, তাহলে র্যাঙ্কিংয়ে হেরফের হবে না। রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। টাইগারদের হবে ৭৬, ক্যারিবিয়দের ৭৯।...