এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সাফল্য ধরে রেখেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ সাফল্য বিমান দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ২ হাজার ৯৮১ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার ৯৯.৮৩ শতাংশ। পাশকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন। কর্তৃপক্ষ জানায়, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৩৭৩ জন ছাত্রছাত্রী এবং পাশ করে ২ হাজার ৩৭০ জন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৮৭%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০৫ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, পাশের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০৩ জন ছাত্রছাত্রী এবং পাশ করে ৩০১ জন। মানবিক বিভাগে পাশের হার ৯৯.৩৪%।...