চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং ক্রয়ক্ষমতা হ্রাসের প্রেক্ষাপটে ‘খাদ্য অধিকার’কে ভবিষ্যৎ নীতিনির্ধারণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ, গবেষক, সরকারি কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং খাদ্য ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। ‘বিশ্ব খাদ্য দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। আলোচনা সভায় খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, খাদ্য অধিকার নিশ্চিত করতে হলে দ্রুত ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। শুধু উৎপাদন নয়, সুষম বণ্টন নিশ্চিত করাও জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, ক্ষুধা, খাদ্য ও পুষ্টি—এই তিনটির...