বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩টি ফ্ল্যাট ক্রোক করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত মো. খায়রুল বাশার বাহারের নামে থাকা এসব ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ প্রদান করেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয় অনুসন্ধানের সময় সিআইডি প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পায়। পরে তার বিরুদ্ধে গুলশান (ডিএমপি) থানায় মামলা হয় গত ৪ মে। মামলা দায়েরের পর খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গত ১৪ জুলাই ধানমন্ডি থানা এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির একটি দল। সিআইডির এই কর্মকর্তা জানান, খায়রুল বাশার বাহার নিজেকে একজন শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। কিন্তু তিনি এর আড়ালে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস নামের প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সংঘবদ্ধ...