বিজেপিশাসিত গুজরাটে হঠাৎ একযোগে পদত্যাগ করেছেন রাজ্য সরকারের সব মন্ত্রী। বাদ আছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। ইতোমধ্যে সবকটি পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্র্রী ভূপেন্দ্র পাটেলের ‘ভবিষ্যৎ’ ঘিরে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভায় রদবদলের কারণেই গণপদত্যাগ করেছেন মন্ত্রীরা। এ ছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। বর্তমানে রাজ্য মন্ত্রীর সংখ্যা ১৭। এই সংখ্যা বাড়িয়ে ২৭ করা হবে। অর্থাৎ ১০ জন নতুন মন্ত্রী পাবে নরেন্দ্র মোদি-অমিত শাহর রাজ্য। এই মুহূর্তে রাজ্যটিতে একজনই মন্ত্রী অবশিষ্ট রয়েছেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। জানা গেছে, আজ রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনিও। সংবাদ সংস্থা পিটিআই জানায়, গুজরাটে বিধানসভা ভোটের আগে ‘প্রথা’ মেনেই...