প্যালেস্টিনিয়ান লিবারেশন অথরিটির (পিএলও) প্রবাদপ্রতিম নেতা ইয়াসির আরাফাত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সবসময় ‘আমার বড় বোন’ বলে সম্বোধন করতেন। ইন্দিরা গান্ধীর সময়ে দিল্লিতে অনুষ্ঠিত নন-অ্যালাইনমেন্ট মুভমেন্টের (ন্যাম) শীর্ষ সম্মেলনে তিনি ‘রাষ্ট্রনেতা’ হিসেবে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন।সমকালীন পর্যবেক্ষকরা সবাই একমত, ইন্দিরা গান্ধী ও আরাফাতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভরসার সম্পর্ক ছিল। সেই আস্থা কেবল ব্যক্তিগত নয়, ভারতীয় ও ফিলিস্তিনি জাতিসত্তার মধ্যেও ছড়িয়ে পড়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনে সেই সম্পর্ক ফিকে হয়ে যায়। এখন ভারতের পরম মিত্র ইসরায়েল। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, প্রত্যেকে ফিলিস্তিনিদের অধিকার ও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারকে সমর্থন করেছেন। ভারতের জাতির জনক হিসেবে স্বীকৃত মোহনদাস গান্ধীও ফিলিস্তিনের প্রতি আন্তরিক ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর প্রতি বছর শত শত ফিলিস্তিনি ছাত্র দেশটির মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং...