বন্ধুত্ব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে ভুল বন্ধু নির্বাচন জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন সম্পর্ক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একজন খারাপ বন্ধু শত শত্রুর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ভালো বন্ধুরা যেমন জীবনে আলো আনে, তেমনি খারাপ বন্ধুরা তা অন্ধকারে ঢেকে দিতে পারে। অনেক সময় এই বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলায়—প্রয়োজনে পাশে থাকে, কিন্তু বিপদের সময় সরে যায়। তাঁদের মতে, যারা শুধু সুখের সময়ে পাশে থাকে কিন্তু কঠিন সময়ে সমর্থন দেয় না, তারা কখনোই সত্যিকারের বন্ধু নয়। সত্যিকারের বন্ধু সেই, যে দুঃখে-সুখে পাশে থাকে, উৎসাহ দেয় এবং সঠিক পথে পরিচালিত করে। মনোবিজ্ঞানীরা বলেন, খারাপ বন্ধুরা সাধারণত আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়, আপনার দুর্বলতা কাজে লাগায় এবং অন্যদের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। সবচেয়ে বিপজ্জনক...