সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার (১৫ অক্টোবর) সকালে উল্লাপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। শিশুদের কল্পনার রঙে ও তুলির আঁচড়ে বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর রঙিন মেলায়। প্রতিযোগিতায় শিশু শিল্পীরা তাদের অঙ্কিত চিত্রে তুলে ধরে দেশপ্রেম, প্রকৃতি, পরিবেশ, স্বপ্ন ও ভবিষ্যতের বাংলাদেশ। তাদের প্রতিটি ছবিতে ফুটে ওঠে রঙের উচ্ছ্বাস, ভালোবাসা ও নির্মল সৃজনশীলতার স্পর্শ। শিশুদের এই অসাধারণ সৃজনশীলতা ও নিষ্পাপ ভাবনা দেখে মুগ্ধ হন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। তিনি বলেন, ‘চিত্রাঙ্কন কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের চিন্তাশক্তি, মনন ও কল্পনাশক্তি বিকাশে অনন্য...