ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) মাসিক ছোট কিস্তিতে সঞ্চয় বাড়ানোর একটি নিরাপদ ও লাভজনক উপায়। তবে প্রশ্ন থাকে—কোন ব্যাংকে ডিপিএস করলে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যাবে? শুধু সুদের হার দেখলেই হবে না। ব্যাংকের স্থিতিশীলতা, নিরাপত্তা, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রেটিং এবং আপনি কত বছরের জন্য স্কিম করবেন—এসব বিষয়ও বিবেচনা করা জরুরি। বাংলাদেশ ব্যাংকের ২০২৩-২৪ সালের ক্রেডিট রেটিং অনুসারে ব্যাংকগুলোকে গ্রেডে ভাগ করা হয়েছে: Triple A (AAA), Double A (AA), A+, A ইত্যাদি। উচ্চ গ্রেডের ব্যাংকগুলো সাধারণত বেশি নিরাপদ এবং স্থিতিশীল। এই গ্রেডের ব্যাংকগুলো নিরাপদ এবং দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয়। এই গ্রেডের ব্যাংকগুলোও ভালো রিটার্ন দেয়, তবে স্থিতিশীলতা AAA গ্রেডের তুলনায় কিছুটা কম। প্রাইম ব্যাংক:১০ বছরে ৯% ইন্টারেস্ট, লাভ: ৳১,৯৪,০০০ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB):১০ বছরে লাভ: ৳১,৮৭,৯২১...