ভিসাখাপাটনমে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে টাইগার নারীরা স্কোরবোর্ডে তুলেছে ১৯৮ রানের লড়াকু সংগ্রহ। যা অজিদে বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর। অবশ্য এই স্কোরের মূল কৃতিত্ব সোবহানা মোস্তারির, তার ফিফটিতেই বাংলাদেশ এই লড়াকু সংগ্রহ গড়ে।মাঝের ওভারগুলোতে দায়িত্বশীল ব্যাটিং করে দলের মানসিকতা দেখিয়েছেন মোস্তারি। ৬৬ রানের অবিচলিত ইনিংসে ৮টি চার ও ২টি ছয় যোগ করে তার স্ট্রাইক রেট ৮২.৫০ ছিল। তবে দলের অন্য ব্যাটসম্যানদের পারফরম্যান্স তাকে এতটা সমর্থন দিতে পারেনি। ব্যাটিংয়ে টাইগ্রেসদের শুরুটা ছিল শক্তিশালী, কিন্তু মাঝের ওভারগুলোয় রান ওঠার ধারাবাহিকতা ভেঙে যাওয়ায় আরও বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া হয়েছে।অন্যদিকে অস্ট্রেলিয়ার ফিল্ডিং ও বোলিংও ছিল কিছুটা এলোমেলো। অ্যালানা কিং এবং জর্জিয়া ওয়্যারহামকে বাদ দিলে বাকি বোলাররা যথেষ্ট চাপ দিতে পারেনি। কিং ও ওয়্যারহাম ১৭ ওভারে চার উইকেট...