নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ১৯:১৩:৫২ নন্দীগ্রামে প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:বগুড়ার নন্দীগ্রামে প্রিমিয়ার লীগ সিজন-৪ গ্র্যান্ড ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবার) বিকেল ৩টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নন্দীগ্রাম প্রিমিয়ার লিগ আয়োজিত খেলায় নন্দীগ্রাম মিড নাইট স্টার ক্লাব ১৬ ওভারে ১০ উইকেটে ৬৬ রানে অলআউট হয়।নন্দীগ্রাম লিজেন্ড ক্লাব ১২ ওভার ২৩ বলে ১০ উইকেটে ৫৭ রান করে বিজয়ী হয়। বিকেলে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি'র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক...