সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিকদের ভোর শুরু হয় রোদ ওঠার আগেই। শহরের কংক্রিট আর ইস্পাতের মাঝে হাজারো প্রবাসীর ঘামের স্রোত বইতে শুরু করে। কেউ নির্মাণস্থলে হাত লাগায়, কেউ সমুদ্রবন্দরে, কেউ প্রক্রিয়াজাতকরণ কারখানায়। প্রতিটি পদক্ষেপে দেশের অর্থনীতির স্পন্দন মিশে থাকে। এই শ্রমসমুদ্রে এক বাংলাদেশি তরুণ ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজের আলাদা পথ। কাজের স্বীকৃত হিসেবে দুইবার পেয়েছেন দেশটির ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’। তার নাম নাজমুল খান (৪৪)। প্রথমে কেউ তাকে চিনতো না। সহপাঠীদের মতো জীবন ও জীবিকার তাগিদে ২০ বছর আগে তিনিও এসেছিলেন সিঙ্গাপুরে, একজন প্রযুক্তিবিদ হিসেবে। সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ শুরু করেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘সিটি-সি গ্লোবালে’। কিন্তু ভেতরে ভেতরে তার একটাই প্রশ্ন, এখানকার বাংলাদেশি শ্রমিকদের জন্য কিছু করা যায় কি? সেই অনুসন্ধান থেকেই জন্ম নেয় ‘টোয়েন্টিফোরএশিয়া’। অলাভজনক এ উদ্যোগই আজ সিঙ্গাপুরে বাংলাদেশি কমিউনিটিতে...