যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত তাকে আশ্বস্ত করেছে যে তারা রাশিয়া থেকে সমুদ্রপথে তেল আমদানি বন্ধ করবে। কয়েক মাস আগেই রুশ তেল কেনার জন্য ওয়াশিংটন নয়াদিল্লির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এবার ট্রাম্প বলেছেন, চীনকেও একইভাবে রাজি করানোর চেষ্টা করবেন, যাতে মস্কোর জ্বালানি আয় কমিয়ে দেওয়া যায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছেভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রাশিয়ার সমুদ্রপথে রফতানিকৃত তেলের দুই প্রধান ক্রেতা হলো ভারত ও চীন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে আশ্বাস দিয়েছেন যে রাশিয়া থেকে আর তেল কেনা হবে না... অবশ্যই এটা সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না, কিছুটা সময় লাগে। তবে প্রক্রিয়াটা শিগগিরই শেষ হবে।’ তিনি আরও বলেন, ভারত যদি রুশ তেল কেনা বন্ধ করে, তবে ‘রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন করা আমার জন্য অনেক...