মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো শুরু করেছিল বাংলাদেশ। ব্যাটারদের উইকেট ছুঁড়ে আসায় বড় সংগ্রহ তুলতে পারেনি টিম টাইগ্রেস। শেষদিকে সোবহানা মোস্তারির ফিফটিতে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানে পৌঁছাতে পেরেছে। টানা চতুর্থ জয়ের জন্য অজিদের প্রয়োজন ১৯৯ রান। বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উদ্বোধনীতে ৩২ রান আসে ফারজানা হক ও রুবাইয়া হক ঝিলিকের ব্যাটে। ফারজানা ৮ রানে আউট হলে ঝিলিক পরে শারমিন সুপ্তাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৪১ রান যোগ করেন। সুপ্তা-ঝিলিকের জুটি ভাঙার পর আর বড় কোন জুটি গড়তে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮০ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন...