ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে রাশিয়া বলেছে, ভারতের অর্থনীতির জন্য রুশ তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে দুই দেশের মধ্যে ‘বিশ্বস্ত ও সর্বাঙ্গীন সংলাপ’ অব্যাহত থাকবে। ট্রাম্প দাবি করেছিলেন, ভারত তাকে আশ্বস্ত করেছে যে তারা রাশিয়া থেকে ছাড়মূল্যে অপরিশোধিত তেল কেনা বন্ধ করবে— রুশ তেল ক্রয়কে তিনি বারবার ইউক্রেন যুদ্ধে মস্কোর ‘সহায়তা’ হিসেবে সমালোচনা করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ তেল ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমএনডিটিভি। ট্রাম্পের মন্তব্য এবং ভারতের সতর্ক প্রতিক্রিয়ার পর এই বিবৃতিতে আরও বলা হয়, ‘অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করা ভারতের সরকারের ধারাবাহিক অগ্রাধিকার, এবং আমরা সেই নীতিকে শ্রদ্ধা করি।’ আরও পড়ুনআরও পড়ুনট্রাম্পের দাবি— ভারত রুশ তেল কেনা বন্ধ করবে রাশিয়া জানিয়েছে, ‘আমরা ভারতের...