টানা হারে জর্জর বাংলাদেশ মাঠে নেমেছে জয়ের খোঁজে। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটার অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সু্বিচার করতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৯৮ রান। মোটামুটি ভালো একটা সূচনা এনে দেন দুই ওপেনার রাবেয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ২৪ বলে ৮ রান করে নবম ওভারে বিদায় নেন ফারজানা। ঝিলিক একপ্রান্তে অবিচল থাকেন। সাজঘরে ফেরার আগে ৮টি চারে তার ব্যাট থেকে আসে ৫৯ বলে ৪৪ রান। ছন্দে থাকা শারমিন আক্তার সুপ্তা এদিন ব্যর্থ হয়েছেন। ৩৩ বলে ১৯ রান করে বিলিয়ে আসেন উইকেট। হাসেনি জ্যোতির ব্যাটও। মাত্র ১২ রান করেন তিনি। বিনিময়ে খেলেন ৩৫ বল।...