চট্টগ্রাম:চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ২৮১টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন।এর মধ্যে আট কলেজের সবাই পাস করেছে। এদিকে পাঁচটি কলেজের কেউ পাস করতে পারেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়। চট্টগ্রামের হালিশহরের ক্যামব্রেন স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে ৩৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ১৮৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। সীতাকুণ্ডের বারবকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে ৮০ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন, লামার কোয়ান্টাম কসমো কলেজ থেকে...