কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে চাকসু নির্বাচন পরবর্তী শাখা ছাত্রদলের আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।আরো পড়ুন:কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ছাত্রদল নেতাচাকসুর ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ছাত্রদল নেতা নাছির বলেন, “নির্বাচনে অমোচনীয় কালির ব্যবস্থা করা হয়নি। ভোট গণনার সময় একাধিক কেন্দ্রের এলইডি স্কিন মাঝে মাঝে বন্ধ ছিল। এটি ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃতভাবে হতে পারে। নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বিঘ্নতা ঘটিয়েছে, যা গণমাধ্যমে আমরা দেখেছি। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান ছিল। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের...