সারাদেশে এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর ক্ষেত্রে ধস নামলেও অভাবনীয় সাফল্য ধরে রেখেছে ডেমরার দুই কলেজ। রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ নিজেদের ফলাফলে নজর কেড়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ও জিপিএ -৫ উভয় ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। এ ছাড়া ডেমরার অপর কলেজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৯২০ জন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ৯৯.৯১ শতাংশ পাসসহ ৪২৩ জন জিপিএ-৫ পেয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৭৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ৩০৯ জিপিএ-৫ পেয়েছে, মানবিক বিভাগে ১৪৯ জন অংশগ্রহণ করে শতভাগ...