আইসিসি নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার টাইট বোলিংয়ের সামনে নিগার সুলতানার দল চ্যালেঞ্জের মুখেই পড়েছিল। তবে ওপেনিংয়ে ঝিলিকের ৪৪ রান এবং পরে সোবহানা মোস্তারির অপরাজিত ৬৬ রানের উপর ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ফারজানা হক ৮ রান করে ফিরে গেলেও পরের টপ অর্ডার ব্যাটাররা হাল ধরেন। রুবিয়া হায়দার করেন ৪৪ রান। ১৯ রান করেন শারমিন আকতার। ১২ রান করে আউট হন নিগার সুলতানা জ্যোতি। তবে মিডল অর্ডারে একাই হাল ধরেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রানে অপরাজিত থেকে যান তিনি। বাউন্ডারির মার মারেন ৯টি। অন্য ব্যাটাররা অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেননি। স্বর্ণা আক্তার...