জাপানে ভালুকের আক্রমণে মৃত্যুর ঘটনায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে এখন পর্যন্ত ভালুকের হামলায় সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যা ২০০৬ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যা। খবর সিনহুয়ার। স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যাটি গত ২০২৩ অর্থবছরে রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সে সময় মৃত্যু হয়েছে ছয়জনের। বেশিরভাগ আক্রমণ ঘটেছে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের হোক্কাইডো প্রদেশে। এ বছর নিহত সাতজনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াতে প্রিফেকচারের একজন ব্যক্তিও রয়েছেন, যার মরদেহে ভালুকের আঘাতে পাওয়া গিয়েছিল। এদিকে, মিয়াগি প্রিফেকচারের সেন্দাইয়ের একটি আবাসিক এলাকায় বুধবার (১৫ অক্টোবর) একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ভালুককে গুলি করে হত্যা করা হয়। বন্যপ্রাণী সুরক্ষা ও ব্যবস্থাপনা সংক্রান্ত সংশোধিত আইন প্রথমবারের মতো জনবহুল এলাকায় বিপজ্জনক প্রাণীদের গুলি করার অনুমোদন দেওয়ার...