জন্মদিনের পার্টিতে উচ্চস্বরে গান বাজিয়ে এবং হইহুল্লোড় করে প্রতিবেশীদের শান্তি বিনষ্টের অভিযোগে ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদ ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১২ জুলাই ২৫ বছরে পা দেওয়া এই তারকা রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেন। ভিনিসিয়ুসের জন্মদিনের পার্টি গত ১৯ জুলাই শুরু হয়ে ২১ জুলাই ভোর চারটায় শেষ হয়। ভিনির বিরুদ্ধে মামলা হওয়ার খবরটি জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। ভিনিসিয়ুসকে বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগটি করেছেন আন্তোনিও জোসে দি সুজা নামে স্থানীয় এক ব্যক্তি। আন্তোনিওর দাবি, ‘পার্টিতে উচ্চ স্বরে গান বাজানো হয় এবং হইহুল্লোড়ে শুধু আন্তোনিওর নিজের নয়, আশপাশের প্রতিবেশীদেরও অসুবিধা হয়েছে।’ আন্তোনিও আরও জানিয়েছেন, ‘ভিনিসিয়ুসের পার্টিতে আলোকসজ্জার রশ্মি, শব্দযন্ত্রের উচ্চ স্বর, চিৎকার-চেঁচামেচি সহ্যের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় মিলিটারি পুলিশ ডাকা হয়েছিলো।...