যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে ইসরায়েলকে তিনি আবারও সামরিক অভিযান চালানোর অনুমতি দিতে পারেন। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইসরায়েলি বাহিনী আবার রাস্তায় ফিরতে পারে- কেবল আমি সেটা বললেই।” বুধবার এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হামাস নিয়ে যা চলছে, তা খুব দ্রুত সমাধান করা হবে।” মার্কিন সরকারের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হামাসকে নিয়ে ইসরায়েল অভিযোগ করছে, তারা এখনও সব জিম্মিকে—জীবিত ও মৃত—হস্তান্তর করেনি, যা যুদ্ধবিরতির শর্তের অংশ ছিল। এই কারণে গাজায় পাঠানো মানবিক সহায়তা বিলম্বিত হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি এখনও টিকে আছে। ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনার চতুর্থ দফায় বলা হয়েছে, “ইসরায়েল প্রকাশ্যে চুক্তি মেনে নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে সব জিম্মি—জীবিত ও মৃত—ফেরত দিতে হবে।” বুধবার সকাল...