আবেদন নিশ্চিতকরণ :সফলভাবে ফি পরিশোধ করার পর আবেদনের পোর্টালে ফিরে এসে অবশ্যই ‘জমা দিন’ (Submit) বাটনে ক্লিক করে আবেদনটি নিশ্চিত করুন।ফল পুনর্নিরীক্ষণসংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতাফি ফেরত নেই :একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।সময়সীমা :আবেদন শুরু হবে ১৭ অক্টোবর থেকে এবং চলবে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন শেষ করতে হবে।অতিরিক্ত বিষয় যোগ :ফি দিয়ে একবার জমা দেওয়ার পরেও চাইলে আরও কয়েকটি বিষয়ে আবেদন যুক্ত করা যাবে। সেক্ষেত্রে নতুনভাবে তথ্য পূরণ করতে হবে না।ফল প্রকাশ :পুনর্নিরীক্ষণের ফল সাধারণত আবেদন শেষ হওয়ার প্রায় ৩০ দিনের মধ্যে প্রকাশিত হয়। ফল পুনর্নিরীক্ষণসংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতাফি ফেরত নেই :একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না...