যানবাহন থেকে কালো ধোঁয়া, শব্দদূষণ ও বায়ুদূষণ রোধে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে ব্যবস্থা নেওয়া হয়। একইদিনে শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়। এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় পরিচালিত শব্দদূষণবিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায়...