১০ ওভার ৪ মেডেন ১৮ রান ২ উইকেট- অস্ট্রেলিয়ান স্পিনার অ্যালাইনা কিংয়ের বোলিং স্পেল। কিংয়ের এমন বোলিং পারফরম্যান্স বলে দিচ্ছে ব্যাটিংয়ে কতোটা ধুঁকেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বাংলাদেশের ব্যাটাররা মাঝ ওভারে ভুগেছে। শুরুর দিকে ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের ৪৪ রানের ইনিংসের পর অস্ট্রেলিয়ার বোলারদের ইনিংসের শেষ ওভার পর্যন্ত চ্যালেঞ্জ জানিয়েছেন সুবহানা মোস্তারি। ডানহাতি এই ব্যাটার শুধু দলের রানের গতিই বাড়াননি, বাংলাদেশের হয়ে একটি রেকর্ডও গড়েছেন। আজকের ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারই কখনো ফিফটি করতে পারেননি। বিশাখাপত্তনমে ফিফটি করে আজ সেই আক্ষেপ ঘুচিয়েছেন মোস্তারি। ঝিলিক-মোস্তারি ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত মোস্তারির ৬৬ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।...