সময়ের সেরা ফুটবলার কে সেটা নিয়ে বিতর্কের অবসান কখনো হয়নি। পেলে-ম্যারাডোনা, মেসি -রোনালদো বিতর্ক চলেই আসছে দশকের পর দশক ধরে। এবার জিনেদিন জিদান জানালেন বর্তমান সময়ে তার পছন্দের ফুটবলারদের নাম। সময়ের সেরা ফুটবলারদের নাম বলতে গিয়ে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি খেলোয়াড় এবং কিংবদন্তি কোচ এমন একজনের নাম নিলেন যেটা হয়তো সবচেয়ে অপ্রত্যাশিত। জিদান সেরা হিসেবে বেছে নিয়েছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালকে। ইতালির ত্রেন্তো শহরে ‘ফেস্টিভ্যাল দেলো স্পোর্ত’ অনুষ্ঠানে জিদান বলেছেন, ‘শুধু তার (ইয়ামাল) পজিশনই নয়, মাঠে সে যেভাবে খেলে, তাতে ও বল পায়ে নিলেই আমার গায়ে কাঁটা দেয়। গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সে যেন একাই সব করেছিল।’ ইয়ামালের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ২ পিএসজি মিডফিল্ডারের প্রশংসাও করেন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা ৩ চ্যাম্পিয়ন্স লীগ...