যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের এ পর্যায়ে আরও সামরিক সহায়তা নিশ্চিত করতে শুক্রবার (১৭ অক্টোবর) ট্রাম্পের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি। তাদের এই সাক্ষাৎটি এমন সময়ে হচ্ছে যখন কিয়েভ ও মস্কো উভয়ই শক্তিশালী আক্রমণের মাধ্যমে যুদ্ধকে আরও তীব্র করছে। ন্যাটো একের পর এক আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে। আগস্ট মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় কোনও সাফল্য না আসায়, কিয়েভ ড্রোন হামলার মাধ্যমে রুশ তেল শোধনাগারগুলোকে আঘাত করে চলেছে। অন্যদিকে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। ন্যাটোর পূর্বাঞ্চলও এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে, কারণ পোল্যান্ড ও এস্তোনিয়া জানিয়েছে গত মাসে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান তাদের আকাশসীমা...