
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে ছাত্রীরা। এ বছর এ বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দপ্তরে চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম এসব তথ্য জানান। বোর্ড চেয়ারম্যান বলেন, গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ কমে পেয়েছে ১৪ হাজার ৭৬৫ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫ হাজার ৬৮২ জন ছাত্রী ও ৪ হাজার ৪৫৫ জন ছাত্র। ছাত্র পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রী পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তি...