
দেড় বছর আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এরপর সোশ্যাল মিডিয়ায় দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। কয়েক দিন আগে রকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাহি। ছবিটি প্রকাশের পর থেকে নেটিজেনদের একটাই প্রশ্ন—তাহলে কি সম্পর্কের বরফ গলেছে, নতুন করে কি একত্রিত হয়েছেন মাহি ও রকিব?আরো পড়ুন:প্রেমের গুঞ্জনের মধ্যেই কার বিয়েতে হাজির হচ্ছেন জায়েদ-মাহি?পরবাসে ঘুরে বেড়াচ্ছেন জায়েদ–মাহি, ফের প্রেমের গুঞ্জন প্রেমের গুঞ্জনের মধ্যেই কার বিয়েতে হাজির হচ্ছেন জায়েদ-মাহি? পরবাসে ঘুরে বেড়াচ্ছেন জায়েদ–মাহি, ফের প্রেমের গুঞ্জন এই প্রশ্নের উত্তর জানতে মাহির সঙ্গে কথা বলেছেন রাইজিংবিডির এই প্রতিবেদক। এ আলাপচারিতায় মাহিয়া মাহি বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।” বছর খানেক আগে এক...