জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০০ প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি আরও ১০০ জনকে বাছাই করছে এবি পার্টি। জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিতে চায় তারা। তবে নতুন নিবন্ধন পাওয়া এই দলকে রাজনীতির মাঠে টিকে থাকতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ২০২০ সালের ২ মে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ২০২৪ সালের আগস্টে নিবন্ধন পায় দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নিজেদের অবস্থান তৈরিতে এরই মধ্যে দেশজুড়ে তৎপরতা চালাচ্ছে এবি পার্টি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা তৈরি করেছে দলটি। চলছে প্রচারণাও। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “নতুন দল এবং নতুনভাবে নিবন্ধিত হয়েছি আমরা। নতুন মার্কা পেয়েছি। আমরা চাই,...